রাজধানীতে চড়া দামে বিক্রি হচ্ছে তরমুজ
এইদেশ এইসময়, ঢাকা : গরমে তরমুজ একটি জনপ্রিয় খাবার। প্রতিবছরই গরমের সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলে মৌসুমি এ ফলের চাহিদা।
তবে চলতি বছর তাপদাহ শুরু হয়ে গেলেও এখন পর্যন্ত ঢাকায় তরমুজের পর্যাপ্ত আমদানি দেখা যায়নি। ব্যবসায়ীরা অবশ্য বলছেন সপ্তাহখানেকের মধ্যে তরমুজের ‘আমদানিতে’ আর কোনো ঘাটতি থাকবে না।
রাজধানীর কাওরান বাজার, ধানমণ্ডি, কাকরাইল, শান্তিনগরসহ বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে- চাহিদার তুলনায় তরমুজের যোগান বেশ কম রয়েছে। আর যে কারণে দামও বেশ চড়া। ছোট ও মাঝারি সাইজের তরমুজ পাইকারী বিক্রি হচ্ছে ৬০ থেকে ১০০ টাকায়। আর খুচরা বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৬০ টাকা পর্যন্ত দামে।
কারওয়ান বাজারের তরমুজ ব্যবসায়ী হারুণকে তরমুজের বেশি দামের কথা জিজ্ঞেস করা হলে তিনি বাংলামেইলকে বলেন, ‘এখনও চাষীরা পুরোদমে তরমুজ ক্ষেত থেকে তোলা শুরু করেননি। তাই আমদানি একটু কম। তবে এক সপ্তাহের মধ্যে তরমুজে বাজার ভরে যাবে। আর দামও একটু কমতে পারে।’
তবে ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, তরমুজের ফলন ভালো হয়েছে। বিশেষ করে পটুয়াখালী, নওগাঁ, খুলনায় বেশ ভালো তরমুজের ফলন হয়েছে। এছাড়া উপকূলীয় অঞ্চল যেমন- ছোয়াংখালী, মাদারবুনিয়া, ছেপটখালীসহ বিভিন্ন জায়গায় গত বছরের মতই তরমুজের উৎপাদন ভালো হয়েছে।
শান্তি নগরের খুচরা বিক্রেতা হারুন বলেন, ‘তরমুজ প্রথম যখন বাজারে নামে তখন দাম একটু বেশিই থাকে। পরে আমদানি বাড়লে দাম আবার স্বাভাবিক হয়ে আসবে।’