রাজধানীতে বাসের চাকায় পিষ্ট হয়ে নিহত ৪
এইদেশ এইসময়, ঢাকা : রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস ফুটপাতের উপর উঠে পড়লে চার পথচারী নিহত হন।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, জাবাল নূর পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিমানবন্দরের সামনের ফুটপাতে উঠে পড়ে। এ সময় বাসা চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তিন পথচারী। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরো একজন। তবে তাৎক্ষনিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
নিহতের মধ্যে একজন নারীও রয়েছেন।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহে আলম জানান, জামালে নুর নামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ফুটপাতে উঠে যায়। ওই সময় ফুটপাতে থাকা তিন পথচারী বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।