হাসপাতালে মুফতি হান্নান
এইদেশ এইসময়, ঢাকা : কাশিমপুর কারাগার থেকে ঢাকা জজ কোর্টে একটি মামলায় হাজিরা দিতে আসার পথে অসুস্থ হয়ে পড়ায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়েছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানকে।
মুফতি হান্নান রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা মামলার ও ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে বোমা হামলার অন্যতম আসামি।
২০০৫ সালের ১ অক্টোবর তাতে গ্রেপ্তার করা হয়েছিল।
কাশিমপুর কারাগারের উপ-পরিদর্শক (এসআই) নাজিমউদ্দিন বলেন, ‘বুধবার সকালে কাশিমপুর কারাগার থেকে হান্নানসহ ছয় আসামিকে ঢাকা জজ কোর্টে নেয়া হচ্ছিল। উত্তরার কাছাকাছি পৌঁছালে হান্নান প্রিজনভ্যানের মধ্যেই মাথা ঘুরে পড়ে যান ও তার বুকে ব্যাথা শুরু হয়। সকাল সোয়া ১০টার দিকে তাকে ঢামেক হাসপাতালে নেয়া হয়।’ সেখানে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। ডা. সুমন জানিয়েছেন, তার ব্লাড প্রেসার বেশি। আরো পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। প্রয়োজনে তাকে ভর্তি করা হবে।