মার্কিন কংগ্রেসে রাশিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা বিল পাস
ইন্টারন্যাশনাল ডেস্ক : মার্কিন কংগ্রেস ইউক্রেনকে অর্থনৈতিক সহায়তা এবং রাশিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের বিল অনুমোদন করেছে। মঙ্গলবার প্রতিনিধি পরিষদে এ সংক্রান্ত বিল ৩৭৮-৩৪ ভোটে পাস হয়।
সিনেটের পর প্রতিনিধি পরিষদে বিলটি পাস হওয়ার ফলে এখন প্রেসিডেন্ট বারাক ওবামা এটিতে সই করতে পারবেন। গত সপ্তাহে বিলটি বিপুল ভোটে অনুমোদন করে মার্কিন সিনেট।
বিলটিতে ইউক্রেনের মার্কিনপন্থী অন্তর্বর্তী সরকারকে ১০০ কোটি ডলারের ঋণ সহায়তার পাশাপাশি দেশটিতে ‘গণতন্ত্র ও নিরাপত্তা’ প্রতিষ্ঠার কাজে অতিরিক্ত ১০ কোটি ডলার সহায়তা দেয়ার কথা বলা হয়েছে। সেই সঙ্গে রাশিয়া ক্রিমিয়ার সাথে একীভূত হয়ে যাওয়ার ঘটনায় জড়িত রাশিয়া ও ইউক্রেনের কর্মকর্তাদের ওপর ভিসা ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৬ মার্চ ইউক্রেনের সাবেক প্রজাতন্ত্র ক্রিমিয়ায় অনুষ্ঠিত গণভোটে সেখানকার জনগণ রাশিয়ায় যোগ দেয়ার পক্ষে মত দেন। গণভোটের পরদিন ১৭ মার্চ ইউক্রেন থেকে স্বাধীনতা ঘোষণা করে ক্রিমিয়া এবং ২২ মার্চ রুশ প্রেসিডেন্ট ভ্লদিমির পুতিন ক্রিমিয়াকে রাশিয়ায় অন্তর্ভুক্ত করার চুক্তি সই করেন। এ ঘটনাকে ‘বেআইনি’ বলে প্রত্যাখ্যান করেছে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন। কিন্তু রুশ প্রেসিডেন্ট বলেছেন, আন্তর্জাতিক আইন মেনেই ক্রিমিয়ার জনগণের মতামতকে সম্মান জানিয়ে এ ব্যবস্থা নেয়া হয়েছে।