বাড়ছে না সিএনজি অটোরিকশার ভাড়া : যোগাযোগমন্ত্রী
এইদেশ এইসময়, ঢাকা : আপাতত বাড়ছে না সিএনজি অটোরিকশার ভাড়া। এ বিষয়ে ঐকমত্যে পৌঁছেছেন যোগাযোগ মন্ত্রণালয় ও মালিকপক্ষ।
বুধবার সচিবালয়ে ঢাকা মহানগর সিএনজি অটোরিকশার মালিক সমিতি ঐক্য পরিষদ নেতাদের সঙ্গে বৈঠক শেষে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, এখন ভাড়া বৃদ্ধি করবো না, বিদ্যমান ভাড়া বহাল থাকবে। অতিরিক্ত ভাড়া আদায় না করার ব্যাপারে মালিকরা তাকে আশ্বাস দিয়েছেন। মন্ত্রী বলেন, যাত্রী হয়রানী না করার ব্যাপারেও কথা দিয়েছেন মালিকপক্ষ।
তবে পরিষদের দাবি অনুযায়ী অটোরিকশার ইকোনমি লাইফ ১১ থেকে ১৫ করার দাবি মেনে নিয়েছে সরকার। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পরামর্শ অনুযায়ী সিএনজি অটোরিকশার ওভারহোলিংয়ের বিষয়ে সিদ্ধান্তের কথা জানান যোগাযোগ মন্ত্রী। এ জন্য বিআরটিএ’র পরিচালক (প্রশাসন) এর নেতৃত্বে সাত সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে বলেও জানান মন্ত্রী। কোন কোন প্রতিষ্ঠান ওভারহোলিংয়ের ব্যাপারে প্রত্যয়নপত্র দেবে কমিটি ১০ দিনের মধ্যে সে বিষয়ে সিদ্ধান্ত নিবেন ।
এদিকে মালিক সমিতি ঐক্য পরিষদ আয়কর, পুলিশের হয়রানি ও পার্কিংয়ের জায়গা দেয়াসহ চুরি-ছিনতাই ও চালক হত্যা বন্ধ করার জন্য দাবি জানিয়েছেন। তাদের দাবির বিষয়ে যোগাযোগ মন্ত্রী বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এ বিষয়গুলো সমাধান করা হবে।