হবিগঞ্জ বজ্রপাতে প্রাণ হারালেন ৩ শিশু
নিজস্ব প্রতিবেদক : মাধবপুরের ভোল্লা গ্রামে খেলার সময় বজ্রপাতে ৩ শিশুর মৃত্যু ও একজন আহত হয়েছে। বুধবার বেলা সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
তারা হলো- ভোল্লা গ্রামের কালন (১০) ও রেখা (১২) এবং উত্তর সুরমা গ্রামের তানজিল (১৪)। এ ঘটনায় অপর একজন আহত হয়েছেন বলে জানা গেছে।
জানা যায়, বেলা সাড়ে ৩টার দিকে নিহত তিন শিশু তাদের বাড়ির পাশে খেলছিল। এসময় বজ্রপাত হলে ওই তিন শিশু মারাত্মকভাবে আহত হয়। পরে তাদের মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
Posted in: জাতীয়