ফের এক হলেন হৃতিক-সুজান
বিনোদন ডেস্ক : বিচ্ছেদের পরেও আবার এক হলেন তাঁরা | ঘর ভর্তি লোকের সামনে জড়িয়েও ধরলেন একে অপরকে | নিজেদের সামলাতে না পেরে ফেললেন কয়েক ফোঁটা চোখের জলও | আর তারপরেই সামলে নিলেন নিজেদের | প্রায় মাস তিনেক হয়ে গেল সম্পর্ক চুকিয়েছেন হৃতিক রোশন এবং সুজান খান | তবে কি সেই সময়টাতেই তাঁরা এই উপলব্ধিটা করে বসলেন যে একে অপরকে ছাড়া চলছে না?
নাহ! ব্যাপারটা কিন্তু মোটেই অত সহজ নয় | তাঁদের সেদিন এক হওয়ার কারণটা ছেলের জন্মদিন ছাড়া কিন্তু আর অন্য কিছুই নয় | সম্প্রতি সুজানের ভাড়া করা ভারসোভা অ্যাপার্টমেন্টের ছাদে ধুমধাম করে পালিত হল তাঁদের প্রথম সন্তান রেহানের ষষ্ঠ জন্মদিন | আর রেহানের জীবনের এই বিশেষ দিনটিতে সে যাতে মা এবং বাবা দুজনকেই একসঙ্গে পেতে পারে সেই জন্যই সারাটা দিন একসঙ্গে কটানোর সিদ্ধান্ত নিলেন হৃতিক-সুজান | দুই ছেলে, শ্বশুর, শাশুড়ি, ননদ আর প্রাক্তন হাবির সঙ্গে সুজান মজাও করলেন খুব | ডিজের ছন্দে তাল মিলিয়ে নাচলেনও চুটিয়ে | এক্কেবারে আগের মতোই |
রোশন আর খান পরিবারের সবাই ছাড়াও সেদিনের পার্টিতে উপস্থিত ছিলেন গৌরী খান, প্রিয়াঙ্কা চোপড়া, কঙ্গনা রানাওয়াত, মেহের জেসিয়া প্রমুখ | উল্লেখ্য যে স্ত্রী মেহের উপস্থিত থাকলেও পার্টিতে কিন্তু গরহাজির ছিলেন অর্জুন রামপাল |
তবে পার্টি শেষে কিন্তু আবার যে কে সেই | রাত ১১টা নাগাদ নিজের গাড়িতে সেখান থেকে বেরিয়ে পড়লেন হৃতিক | করুণ মুখে নিজেদের মায়ের কাছে ফেলে এলেন আদরের রেহান আর হৃদানকে |