ফেনসিডিলসহ সেনাবাহিনীর এক কর্মকর্তা আটক
ডেস্ক রিপোর্ট : জামালপুরে বকশীগঞ্জে ফেনসিডিলসহ সেনাবাহিনীর এক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোররাতে রৌমারী-ঢাকা সড়কের কামালপুর এলাকায় একটি প্রাইভেটকার থেকে ওই কর্মকর্তার সঙ্গে আরো দুজনকেও গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তার সেনা কর্মকর্তা হলেন মেজর ইমতিয়াজ নাসিম। চট্টগ্রাম সেনানিবাসে কর্মরত নাসিম ময়মনসিংহের এক চিকিৎসকের ছেলে।
গ্রেপ্তারের পর মেজর নাসিমকে নিয়ম অনুযায়ী সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে তুলে দেয়া হয়েছে বলে বকশীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) নুরুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন।
গ্রেপ্তার অন্য দুজন মামুন ও আবু সাঈদের বিরুদ্ধে মানক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।
পুলিশ কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, কুড়িগ্রামের রাজিবপুর থেকে ময়মনসিংহগামী ওই প্রাইভেটকারটি রাত সাড়ে ৩টার দিকে পুলিশ কামালপুর এলাকায় থামায়।
এরপর তল্লাশি চালিয়ে গাড়ির ভেতরে ৫১ বোতল ফেনসিডিল পাওয়া যায় বলে জানান তিনি।
ওই গাড়িতেই নাসিমের সঙ্গে ছিলেন মামুন ও সাঈদ। মেজর নাসিম বর্তমানে ছুটিতে রয়েছেন।
মামুনের বাড়ি শেরপুরের শ্রীবরর্দী উপজেলা। সাঈদের বাড়ি ময়মনসিংহ সদরের ছোট বাজার এলাকায়।