রাস্তায় নামবে আইনজীবীরা খালেদার বিরুদ্ধে চার্জ বাতিল না হলে : রফিকুল
এইদেশ এইসময়, ঢাকা : খালেদা জিয়া এবং তারেক রহমানের বিরুদ্ধে অবৈধ চার্জ বাতিল না করা হলে আইনজীবীরা রাস্তায় নামবে বলে হুঁশিয়ারি করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে আইন বহির্ভূত চার্জ গঠন ও মিথ্যা মামলার’ প্রতিবাদে প্রতীকী অনশনে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ব্যারিস্টার মওদুদ আহমদ।
ব্যারিস্টার রফিক বলেন, নির্বাচন ছাড়া একটা সরকার ক্ষমতায় এসে দেশকে কোথায় নিয়ে যাচ্ছে তা আমরা জানি না।