দক্ষ জনশক্তিতে স্কাউট অবদান রাখছে : প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উন্নত ও দক্ষ জনগোষ্ঠী তৈরিতে স্কাউট সব সময় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। সরকার দক্ষ জনশক্তি তৈরিতে তাদের সব ধরণের সহযোগিতা দিয়ে যাবে।
শনিবার সকালে গাজীপুরের মৌচাকে নবম বাংলাদেশ স্কাউট জাম্বুরি-২০১৪ উদ্বোধন কালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, দেশে বর্তমানে ১৩ লাখ স্কাউট সদস্য রয়েছে। মোট জনসংখ্যার তুলনায় এ সংখ্যা অনেক কম। তাই স্কাউটের সংখ্যা আরো বৃদ্ধি করার আহ্বান জানান তিনি।
স্কাউট সদস্যদের উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, ‘সুনাগরিক হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে হবে। যাতে আগামীতে তোমরা রাষ্ট্র পরিচালনা করতে পার।
এবারের জাম্বুরি থিম নির্ধারণ করা হয়েছে, ‘শান্তি ও সম্প্রীতির জন্য স্কাউটিং’।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে দু’টি করে স্কাউট দল গঠন করতে হবে। এতে মেয়েদের সংখ্যা আরো বাড়াতে হবে। এ সময় জেলা পর্যায়ে স্কাউট ভবন নির্মাণ করার জন্য আহ্বান জানান তিনি।
সাত দিনব্যাপী এই জাম্বুরি শেষ হবে আগামী ১১ এপ্রিল। এতে সার্কভূক্ত দেশ শ্রীলঙ্কা, ভূটান ও নেপালের ২৭ জন স্কাউট ছাড়াও বাংলাদেশের বিভিন্ন স্কুল কলেজের অন্তত ৯ হাজার স্কাউট ছেলে-মেয়ে ও কর্মকর্তা অংশ নিচ্ছেন।