রাবিতে ছাত্রলীগের ধর্মঘট, ক্লাস-পরীক্ষা বন্ধ
জেলা প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রলীগ নেতাকে গুলি করে হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ধর্মঘট চলছে।
শনিবার সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের বাস চলাচল বন্ধ রয়েছে। সব বিভাগে ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে বলে বিভাগ সূত্রে জানা গেছে।
এদিকে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীদের নিয়ে ক্যাম্পাসে শোক র্যালি বের করেছে ছাত্রলীগ। পরে ১২টার দিকে তারা সামাবেশ করে।
সমাবেশে ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা সাংবাদিকদের বলেন, ‘ইসলামী ছাত্রশিবির পরিকল্পিতভাবে রুস্তম আলী আকন্দকে হত্যা করেছে। অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার ও শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবি জানাচ্ছি।’
এদিকে ছাত্রলীগের ডাকা ধর্মঘাটের কারণে কার্যত অচল হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়। এদিন কমপক্ষে ২০টির অধিক বিভাগে পরীক্ষা থাকলেও সব বিভাগের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এছাড়া কোনো বিভাগে ক্লাস অনুষ্ঠিত হয়নি।
এ ব্যাপারে রাবি প্রো-ভিসি প্রফেসর ড. চৌধুরী সারওয়ার জাহান সাংবাদিকদের, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ক্লাস-পরীক্ষা বন্ধের সুনিদিষ্ট কোনো নির্দেশনা নেই। তবে বিভাগগুলো যদি শিক্ষার্থীদের নিরাপত্তা দিয়ে শিক্ষা কর্যক্রম পরিচালনা করতে পারে, সে ক্ষেত্রে কোনো বাধা নেই।’
উল্লেখ্য, শুক্রবার দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয় শহীদ সোহরাওয়ার্দী হল শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র রুস্তম আলী আকন্দ হলের নিজ কক্ষে (২৩) গুলিবিদ্ধ হন। পরে শিক্ষার্থীরা রুস্তম আলীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হল কমিটির দ্বন্দ্বে তিনি খুন হতে পারেন বলে তার সহপাঠিরা ধারণা করছেন। তবে ছাত্রলীগের পক্ষ থেকে দাবি করা হচ্ছে তিনি শিবিরের হাতে খুন হয়েছেন।