শুটিংয়ে ঢাকায় আসছেন শুভশ্রী
বিনোদন ডেস্ক : ভারতের এ সময়ের জনপ্রিয় নায়িকা শুভশ্রী এই প্রথম বাংলাদেশে আসলেন। শুক্রবার রাতের ফ্লাইটে ঢাকায় আসেন তিনি। শনিবার থেকে অশোকপতি ও অনন্য মামুন পরিচালিত ২ বাংলার যৌথ প্রযোজনার ছবি ‘আমি শুধু চেয়েছি তোমায়’-এর শুটিংয়ে অংশ নিয়েছেন। ছবিটির নায়ক অঙ্কুশের সঙ্গে পূবাইলে গানের দৃশ্যে কাজ করছেন।
শুভশ্রী বলেন, অনেক আগে থেকেই ইচ্ছা ছিল বাংলাদেশ আসার। এখানকার মানুষের আন্তরিকতায় আমি মুগ্ধ। সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে, ছবিটিতে আমি বাংলাদেশেরই একজন মেয়ের চরিত্রে অভিনয় করছি। সেই চরিত্রে অভিনয় করতেই এ দেশে আসাটা আমার কাছে দারুণ আনন্দের।
তিনি বলেন, ছবিটি চমৎকার একটি প্রেমের ছবি। তবে এর গল্প গতানুগতিক প্রেমের ছবির মতো নয়।
বাংলাদেশের ছবিতে কাজ করার আগ্রহ আছে কি না? এমন প্রশ্নের জবাবে শুভশ্রী বলেন, কেন নয়, অবশ্যই কাজ করবো যদি সবকিছু ব্যাটে-বলে মিলে যায়।
ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে অ্যাকশন কাট এন্টারটেননমেন্ট ও এসকে মুভিজ।