ভারপ্রাপ্ত নির্বাচন কমিশনার অবৈধ : রফিকুল ইসলাম মিয়া
প্রধান প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন, আইনের চোখে ভারপ্রাপ্ত নির্বাচন কমিশনার বলতে কিছু নেই। সাংবিধানিকভাবে ভারপ্রাপ্ত নির্বাচন কমিশনার অবৈধ।
শনিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত ‘গণতন্ত্র’ নির্বাচন ও নির্বাচন কমিশন এবং বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক গোল টেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।
ভারপ্রাপ্ত নির্বাচন কমিশনার আব্দুল মোবারকের সমালোচনা করে রফিকুল বলেন, ভারপ্রাপ্ত নির্বাচন কমিশনারের বক্তব্য আওয়ামী লীগের ক্যাডারদেরও হার মানিয়েছে।
তিনি আরো বলেন, ভোট ছাড়া নির্বাচন করা যায় কিন্তু দেশ চালানো যায় না।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, আ.ফ.ম ইউসুফ হায়দার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. এমাজ উদ্দিন আহমদ, সাংবাদিক নেতা রুহুল আমীন গাজী প্রমুখ।