দুইজনের গলাকাটা লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জে একটি কারখানা থেকে নৈশ প্রহরীসহ দুই জনের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকাল পৌনে ৮টার দিকে শহরের নিতাইগঞ্জ খালঘাট এলাকায় নাইনা ফ্লাওয়ার-২ নামে একটি ময়দা উৎপাদন কারখানা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, কারখানার নৈশ প্রহরী আবদুল আজিজ (৪৮)। তিনি শহরের পাইকপাড়া পানির ট্যাংকি এলাকার মালা বক্সের ছেলে। নিহত অপরজন কারখানার শ্রমিক হোসেন মিয়ার (৩৫)। তিনি মৃত আব্দুল খার ছেলে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার এস আই শাহ্ নুর জানান, সকাল পৌনে ৮টায় অন্য শ্রমিকরা কাজে যোগ দিতে এসে কারখানা তালাবদ্ধ দেখে মালিক ও পরে পুলিশকে খবর দেয়। পুলিশ প্রথমে নিচ তলার অফিস কক্ষ থেকে নৈশ প্রহরী আবদুল আজিজের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে। পরে দ্বিতীয় তলার সিঁড়ি কোটায় শ্রমিক হোসেন মিয়ার লাশ দেখতে পায়।
তবে কী কারণে এবং কারা এ হত্যাকান্ড ঘটিয়েছে সেটা তাৎক্ষণিক জানা যায়নি।