সাইবার নিরাপত্তা জোরদার করবে ইয়াহু
অনলাইন ডেস্ক : সম্প্রতি গুগলে যোগ দেওয়া চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার এলেক্স স্ট্যামোস জানিয়েছেন, ইয়াহুর নতুন পদক্ষেপ হচ্ছে ব্যবহারকারীদের তথ্যের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা। এ জন্য ইয়াহুর যাবতীয় ডেটা ট্রাফিক স্বয়ংক্রিয়ভাবে এনক্রিপ্ট করা হবে।
ইয়াহুর পক্ষ থেকে এক ব্লগ পোস্টে জানানো হয়, ইয়াহু ডেটা সেন্টারে ট্রাফিক এখন ‘সম্পূর্ণ এনক্রিপটেড’। এ ছাড়া ইয়াহু মেইল ও অন্যান্য মেইল থেকে ইমেইল আসলেও তা এনক্রিপ্ট করা হবে। সার্চ ইঞ্জিনে কোনো তথ্য দেখানোর প্রক্রিয়াতেও নিরাপত্তা বাড়ানো হয়েছে।
ইয়াহু নিউজ, ইয়াহু স্পোর্টস, ইয়াহু ফিন্যান্স, ইয়াহু মেসেঞ্জারেও আপডেট করা হয়েছে। এতে ব্যক্তিগত ইমেইল কিংবা অনলাইনের কোনো বিষয়ে আলাপচারিতায় তৃতীয় পক্ষের আড়িপাতার ঘটনা রোধ হবে।
সাইবার নিরাপত্তাবিষয়ক গবেষক স্ট্যামোস যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি (এনএসএর) গুপ্তচরবৃত্তির সমালোচনা করে এর আগে আলোচিত হয়েছেন।
অনলাইনে ব্যবহারকারীদের তথ্যনিরাপত্তা নিশ্চিত করতে ইয়াহুতে যোগ দেওয়ার পর তিনি সিইও সম্পর্কে জানান, মায়ার ইন্টারনেট ব্যবহারকারীর তথ্য অধিকার নিয়ে খুবই সচেতন। এ প্রকল্প সরাসরি তার তত্ত্বাবধানে পরিচালিত হবে।