৩ বাংলাদেশিকে পিটিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদক : জেলার চুনারুঘাট বাল্লা সীমান্তবর্তী ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াইয়ে তিন বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করেছে ভারতীয়রা।
রোববার ভোর ৫টার দিকে খোয়াই শহরের গৌরনগর এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন- সিদ্দিক আলী (৫০), আনোয়ার আলী (৪৫) ও সুন্দর আলী (৫৫)। এরা সবাই চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের বাসিন্দা বলে নিশ্চিত করেছেন উপজেলার গাজীপুর ইউনিয়ন চেয়ারম্যান তাজুল ইসলাম।
চুনারুঘাটের বাল্লা সীমান্তের কোম্পানি কমান্ডার আবু জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলামেইলকে জানান, ত্রিপুরার খোয়াইয়ে গরু আনতে যান সিদ্দিক আলী, আনোয়ার আলী ও সুন্দর আলী। ভোর ৫টার দিকে স্থানীয়রা চোর সন্দেহে ওই তিন বাংলাদেশিকে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।
এ বিষয়ে ভারতীয় বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। পতাকা বৈঠকের মাধ্যমে তাদের লাশ ফেরত আনা হবে বলে জানান তিনি।