আজ সুচিত্রা সেনের জন্মদিন
বিনোদন ডেস্ক : আজ মহানায়িকা সুচিত্রা সেনের জন্মদিন। ১৯৩১ সালের ৬ এপ্রিল বাংলাদেশের পাবনা জেলায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা চলচ্চিত্রের পাশাপাশি হিন্দি সিনেমাতেও অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন কেড়েছেন এ অভিনেত্রী। আজও বাংলা সিনেমায় উত্তম-সুচিত্রা জুটি অবিস্মরণীয়।
তাঁর প্রথম অভিনীত হিন্দি ছবি ‘দেবদাস’ মুক্তি পায় ১৯৫৫ সালে।
ছোটবেলা সুচিত্রা পড়াশোনা করেছেন পাবনার মহাকালী পাঠশালায়। এখন এই স্কুলের নাম টাউন গার্লস হাইস্কুল।
জানা গেছে, আজ সকালে সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ এই স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে কেক কাটার আয়োজন করেছে। এরপর হবে সংক্ষিপ্ত আলোচনা।
এদিকে জন্মদিন উপলক্ষে সুচিত্রা সেনের ওপর আঁকা ছবি নিয়ে আজ সন্ধ্যা ছয়টায় চিত্রপ্রদর্শনী ‘চিত্রে সুচিত্রা’র আয়োজন করেছে সমকালীন চিত্রশালা-শিল্পাঙ্গন।
বাংলাদেশের নবীন-প্রবীণ ২৮ জন চিত্রশিল্পীর আঁকা ছবি স্থান পাচ্ছে এই প্রদর্শনীতে। চিত্রশিল্পীদের মধ্যে আছেন হামিদুজ্জামান খান, রণজিৎ দাস, শেখ আফজাল, গৌতম চক্রবর্তী, কনকচাঁপা চাকমা, মোহাম্মদ ইকবাল, সৈয়দ ইকবাল, আর এ কাজল, জামাল আহমেদ প্রমুখ।