বেসরকারি প্রতিষ্ঠানে অবসর ভাতা চালুর আশ্বাস : অর্থমন্ত্রী
রোকন উদ্দিন, ঢাকা : বেসরকারি খাতের বিভিন্ন কোম্পানি ও শিল্প প্রতিষ্ঠানগুলোতে অবসর ভাতা চালুর আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। রোববার দুপুরে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে বেসরকারি খাতের বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় তিনি এ আশ্বাস দেন।
আগামী বাজেট প্রসঙ্গে তিনি বলেন, এবার সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে মানবসম্পদ উন্নয়নে। এর পর অবকাঠামো, বিদ্যুৎ, জ্বালানি ও কৃষি খাতে। ২০১৪-১৫ অর্থ বছরে সার্বিক মূল্যস্ফীতি ৭ শতাংশের মধ্যেই রাখার দৃঢ় পরিকল্পনার কথা জানিয়ে অর্থমন্ত্রী বলেন, চলতি অর্থ বছরে সংশোধিত বাজেটের আকার ১১ হাজার কোটি টাকা কমিয়ে ২ লাখ ১১ হাজার কোটি টাকা করা হয়েছে।
মতবিনিময় সভায় অর্থসচিব ফজলে কবির, ইআরডি সচিব মেজবাহ উদ্দিন আহমেদ, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ড. এম আসলাম আলম, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমানসহ এনজিও প্রতিনিধিদের মধ্যে ড. জাফরুল্লাহ চৌধুরী, ড. রাশেদা কে চৌধুরী, ড. আহমেদ আল কবির, আবু নাসের খান, ফারাহ কবির, আয়েশা খানম, বদিউল আলম মজুমদার, এম আবদুল আজিজ, এম হাফিজ উদ্দিন খান, নগর গবেষণা কেন্দ্রের নজরুল ইসলাম, ব্র্যাকের আসিফ সালেহ প্রমুখ উপস্থিত ছিলেন।