সিইসি মোবারককে হত্যার হুমকি
এইদেশ এইসময়, ঢাকা : অজ্ঞাত মোবাইল ফোন থেকে ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) মোহাম্মদ আবদুল মোবারকে হত্যার হুমকি দেয়া হয়েছে। রোববার দুপুরের পর এ ঘটনা ঘটে। এই বিষয়ে শেরে বাংলা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। হুমকির পর নির্বাচন কমিশন সচিবালয় এলাকার নিরাপত্তা বাড়ানো হয়েছে।
আবদুল মোবারকের ব্যক্তিগত সচিব মো. আলমগীর হোসেন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার দুপুরের পর অন্য নির্বাচন কমিশনারদের উপস্থিতিতে কে কারা সিইসিকে হত্যার হুমকি দেন।
হুমকির ভাষা ছিল, “আমি তোমার যম, তোমার হায়াত নির্ধারিত হয়ে গিয়েছে। অতি শিগগির তোমার স্ত্রী বিধবা ও তোমার সন্তানেরা এতিম হবে।”
ফোন পাওয়ার সময় নির্বাচন কমিশনার আবু হাফিজ, জাবেদ আলী ও মো. শাহনেওয়াজ সিইসি মোবারকের কক্ষে উপজেলা নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিলেন।
বিষয়টি অন্য কমিশনারদের জানানো হলে তারা জিডি করার পরামর্শ দেন।
উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে নানা বক্তব্যের জন্য বিএনপিসহ বিভিন্ন মহলের সমালোচনার মধ্যে রয়েছেন আবদুল মোবারক।
উল্লেখ্য, সিইসি কাজী রকিবউদ্দিন আহমদ বর্তমানে সপরিবারে যুক্তরাষ্ট্রে রয়েছেন। দশম জাতীয় সংসদ নির্বাচনের পরপরই তিনি যুক্তরাষ্ট্রে যান। তারপর থেকেই আবদুল মোবারক সিইসির দায়িত্ব পালন করছেন।