এবার আসছে বড় পর্দার আইফোন সিক্স
প্রযুক্তি ডেস্ক : অ্যাপল ইনকর্পোরেশন আগামী মে মাসে ৪ দশমিক ৭ ইঞ্চি স্ক্রিনের আইফোন সিক্স বাজারে আনছে।
বর্তমানে প্রতিষ্ঠানটির ৪ ইঞ্চি স্ক্রিনের আইফোন বাজারে চলছে।
মূলত স্যামসাং’র বাজারকে প্রভাবিত করতেই নতুন বড় আয়তনের আইফোন বাজারে আনছে অ্যাপল।
নতুন ফোন বাজারে এলে বিনিয়োগকারীরা অ্যাপলের দিকে ঝুঁকবেন বলেই আশা করেন বিশেষজ্ঞরা। আর এই আইফোনটির কয়েক মাস পরই বাজারে আসবে প্রতিষ্ঠানটির ৫ দশমিক ৫ ইঞ্চির আইফোন।
পছন্দ অনুযায়ী বড় স্ক্রিনের অভাবে অ্যাপলের আইফোন থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন ভোক্তারা। এতে চলতি বছর প্রতিষ্ঠানটির স্টক নেমে যায় ৪ শতাংশে।
Posted in: প্রযুক্তি