নৈরাজ্য অস্থিতিশীলতা কাউকে ছাড় দেওয়া হবে না : হাছান মাহমুদ
কাজী আমিনুল হাসান, ঢাকা : আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং সাবেক মন্ত্রী ড. হাছান মাহমুদ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যে কোনো নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা রোধে সরকার কঠোর থেকে কঠোরতর হতে বদ্ধপরিকর। নৈরাজ্য সৃষ্টিকারী কাউকে ছাড় দেওয়া হবে না।
রোববার মতিঝিলে বাসে আগুন দেওয়ার বিষয়টি উল্লেখ করে হাছান মাহমুদ এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অর্থাভাবে বাড়িভাড়া দিতে পারছেন না সংক্রান্ত পত্রিকায় প্রকাশিত সংবাদের উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, এটি জাতির সঙ্গে উপহাস। এ ধরনের বিভ্রান্ত ও মস্করার জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, এরশাদ সরকারের কাছ থেকে খালেদা জিয়া মাত্র এক টাকার বিনিময়ে তৎকালীন গুলশান এলাকার ৩৮ কাঠার সবচেয়ে বড় প্লটটি নিয়ে ছিলেন। সেখান থেকে তিনি মাসে কমপক্ষে ১০ লাখ টাকা ভাড়া পান। তার ছেলে তারেক রহমান লন্ডনের সবচেয়ে অভিজাত এলাকায় ভাড়া থাকেন। দামি গাড়িও ব্যবহার করেন। অথচ তার মা ঘর ভাড়া দিতে পারেন না এটা জাতির সঙ্গে মস্করা করা ছাড়া কিছুই না।
তিনি বলেন, ষড়যন্ত্রকারীরা ঘাপটি মেরে আছে। সুযোগ পেলেই তারা আবার সহিংসতা শুরু করবে। তাই দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।
সংগঠনের সহ-সভাপতি চিত্ত রঞ্জন দাসের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের এমপি শিরিন নাঈম পুনম, সাম্যবাদী দলের স্থায়ী কমিটির সদস্য হারুন চৌধুরী, আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক এডভোকেট আসাদুজ্জামান দুর্জয়, বঙ্গবন্ধু একাডেমীর সাধারণ সম্পাদক হুমায়ন কবির মিজি প্রমুখ।