‘কর্ণফুলী এক্সপ্রেস বগি লাইনচ্যুত, নিহত ২
জেলা প্রতিনিধি : চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ২ জন নিহত ও অন্তত ৫ জন আহত হয়েছে।
সোমবার দুপুর সোয়া ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম রুটের মীরসরাইয়ের মস্তাননগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রেল কন্ট্রোল রুম কর্মকর্তা মোশাররফ জানান, চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া ‘কর্ণফুলী এক্সপ্রেস’ ট্রেনটি আজ দুপুরে মীরসরাই ও মস্তান নগর স্টেশনের মধ্যবর্তী তালবাড়িয়া এলাকায় পৌঁছলে পিছনের ৩ টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এতে ২ জন নিহত ও ৫ জন আহত হয়েছে।
দুর্ঘটনার পর থেকেই সীতাকু- ও কুমিরা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের চট্টগ্রাম উপ-সহকারী পরিচালক মো জসিম উদ্দিন।
তবে দুর্ঘটনার পরেও ট্রেন চলাচলে কোন সমস্যা সৃষ্টি হয়নি জানিয়ে রেল কন্ট্রোল রুম কর্মকর্তা মোশাররফ বলেন, এই রুটে ডাবল লাইন থাকায় ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।