জাপায় নতুন ৫ প্রেসিডিয়াম সদস্য
এইদেশ এইসময়, ঢাকা : জাতীয় পার্টির (জাফর) কেন্দ্রিয় কমিটিতে নতুন পাঁচজন প্রেসিডিয়াম সদস্য ও একজন যুগ্ম-মহাসচিবকে অন্তর্ভূক্ত করা হয়েছে।
জাতীয় পার্টি (জাপা)’র গুলশানস্থ কেন্দ্রিয় কার্যালয়ে গত ৫ এপ্রিল শনিবার দলের প্রেসিডিয়াম ও জাতীয় কার্যনির্বাহী কমিটির যৌথ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। আজ সোমবার গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।
নবনির্বাচিত প্রেসিডিয়াম সদস্যরা হলেন- হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির (এরশাদ) সভাপতি মোহাম্মদ আতিকুর রহমান আতিক, জাতীয় পার্টি (জেপি) এর প্রেসিডিয়াম সদস্য বদরুদ্দৌজা আহম্মদ সুজা, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক ডেপুটি মেয়র মুহম্মদ আবু নাসের চৌধুরী, মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রিয় কমান্ড কাউন্সিল এর সাবেক যুগ্ম-মহাসচিব মো. সামসুল আলম তালুকদার এবং জাতীয় পার্টির সাবেক ভাইস-চেয়ারম্যান মো. সেলিম মাস্টার।
এছাড়াও সাবেক সাংগঠনিক সম্পাদক এএসএম শামীমকে যুগ্ম-মহাসচিব নিযুক্ত করা হয়েছে।
জাতীয় পার্টিতে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের যোগদান অনুষ্ঠানে বক্তব্য দিয়েছিলেন পার্টির চেয়ারম্যান কাজী জাফর আহমদ।