মোশাররফের স্ত্রীকে দুদকের জিজ্ঞাসাবাদ
রোকন উদ্দিন, ঢাকা : বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের দুর্নীতির সাথে স্ত্রী মিসেস বিলকিস আক্তারের সংশ্লিষ্টতা রয়েছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে বিলকিস আক্তারকে জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন উপ-পরিচালক আহসান আলী। এর আগে, প্রায় দুই ঘণ্টা তাকে জিজ্ঞাসাবাদ করেন তিনি।
জিজ্ঞাসাবাদ শেষে তদন্তকারী কর্মকর্তা আহসান আলী সাংবাদিকদের বলেন, বিদেশে তাদের যে যৌথ একাউন্ট রয়েছে এ বিষয়ে তার কাছে জানতে চেয়েছিলাম। তাকে জিজ্ঞাসাবাদ শেষে জানতে পেরেছি অর্থপাচারের সাথে তারও সংশ্লিষ্টতা রয়েছে। বিদেশে পাচার করা টাকার কথা বাংলাদেশের আয়কর নথিতে তারা গোপন করেছেন। কিন্তু সর্বশেষ ২০১৩-২০১৪ অর্থবছরে সেই টাকার কথা উল্লেখ করেছেন তারা। আগে এই টাকার কথা তারা উল্লেখ করেন নাই।
তিনি আরো জানান, জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য যাচাইবাছাই করে অধিকতর তদন্ত শেষে বিরুদ্ধেও মামলা করা হবে।
আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় তার কাছ থেকে জানা গেছে বলেও জানান তিনি। তিনি বলেন, মামলার তদন্তের স্বার্থে এই মুহূর্তে সব বলা সম্ভব হচ্ছে না।
দুদক সূত্রে জানা গেছে, খন্দকার মোশররফ ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ছিলেন। সে সময় তিনি ক্ষমতা অপব্যবহার করে দুর্নীতি ও মানিলন্ডারিংয়ের মাধ্যমে অবৈধভাবে অর্জিত বৈদেশিক মুদ্রা গোপন করেন। আইন লঙ্ঘন করে তার এবং তার স্ত্রীর নামে যুক্তরাজ্যের একটি ব্যাংকে টাকা পাচার করেন। যা বাংলাদেশি টাকায় ৯ কোটি ৫৩ লাখ ৯৫ হাজার তিনশত ৮১ টাকা।
এই অপরাধে মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০০২ এর ১৩ ধারা এবং ২০০৯, ২০১২-এর ৪ ধারা মোতাবেক দুদকের পরিচালক গত ৬ ফেব্রুয়ারি রমনা মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় ইতোমধ্যে খন্দকার মোশাররফকে গ্রেফতার করা হয়েছে। মামলার তদন্তের স্বার্থে স্ত্রী বিলকিস আক্তারের সংশ্লিষ্টতা আছে মনে করায় তাকে জিজ্ঞাসাবাদ করছে দুদক।