গণপিটুনিতে দুই ডাকাত নিহত
নিজস্ব প্রতিবেদক : খুলনা ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নে গ্রামবাসীর গণপিটুনিতে নিহত হয়েছে দুই ডাকাত। সোমবার গভীর রাতে ডাকাতি করতে গেলে গ্রামবাসীর হাতে গণপিটুনির শিকার হয় চার ডাকাত।
এদের মধ্যে জনি ও মোস্তাকিন নামক দু’জনকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। অপর দু’জনকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
ঘটনাস্থলে রাতেই পুলিশ পৌঁছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ডাকাত দলের চার সদস্যের বাড়ি ডুমুরিয়া উপজেলার বিভিন্ন অঞ্চলে।
Posted in: জাতীয়