হানিফ ফ্লাইওভারে বাস চাপায় নিহত দুই
এইদেশ এইসময়, ঢাকা : রাজধানীর গুলিস্তান যাত্রাবাড়ী টোল প্লাজার সামনে বাসের ধাক্কায় দু’জন পথচারী নিহত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে।
ওয়ারী থানার পরিদর্শক তপন চন্দ্র সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে শীর্ষ নিউজকে জানান, শ্রাবণ পরিবহনের একটি বাস টোল প্লাজার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে বাম পাশে ডিভাইডারের উপর ওঠে গেলে এক মহিলাসহ দুই পথচারী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথে মধ্যবয়স্ক অজ্ঞাত পুরুষ নিহত এবং হাসপাতালে নেওয়ার পর আছিয়া খাতুন নামে এক নারী মারা যান।
এ ঘটনায় ঘাতক বাসটি আটক করা হলেও চালককে ধরা সম্ভব হয়নি বলে ওসি জানান।