টুইটার ও ফেসবুকের কারণে ভেঙে যাচ্ছে সামাজিক সম্পর্ক
অনলাইন ডেস্ক : টুইটার এবং ফেসবুকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর কারণে মানুষের মধ্যে প্রেম ও দাম্পত্য জীবনের ভাঙন দেখা দিচ্ছে বলে সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে। এ ছাড়া প্রতারণা, মানসিক অত্যাচার এবং ব্ল্যাক মেইলের মতো অনাচার সমাজে বেড়ে যাচ্ছে। ইউনিভার্সিটি অব মিসৌরির স্কুল অব জার্নালিজমের পিএইচডিরত ছাত্র রাসেল ক্লেটন গবেষণা করে এ তথ্য দিয়েছেন।
ক্লেটন ৫৮১ জন টুইটার ব্যবহারকারীর ওপর গবেষণা চালিয়ে তার ফলাফলে বলেন, টুইটারে দেখেছি, অধিকাংশ প্রেমিক-প্রেমিকা তাদের সম্পর্ক বিষয়ক তর্ক-বিতর্ক এই মাধ্যমে চালিয়ে যাচ্ছেন। আবার যাদের নতুন সম্পর্ক হচ্ছে, তারাও এখানে বসে ঝগড়া শুরু করে দিচ্ছেন।
এর আগে করা এক গবেষণায় ক্লেটন ফেসবুক ব্যবহারকারীদের নিয়ে গবেষণা চালিয়েছিলেন। সেখানেও একই অবস্থা। কপোত-কপোতিরা ফেসবুকে একে-অপরকে পেলেই ঝগড়া শুরু করে দেন। এর পরিণতি ছাড়াছাড়ি এবং ডিভোর্সের মধ্য দিয়ে শেষ হয়।
টুইটার ও ফেসবুকের মতো অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে একই ঘটনা ঘটে থাকে। দেখা গেছে, ভালোবাসার সম্পর্ক ছত্রিশ মাস বা তার কিছু বেশি যাদের হয়েছে, তাদের মধ্যে এসব সামাজিক মাধ্যমে ঝগড়া করে সম্পর্ক ছিন্ন হয়ে গেছে।
এসব মাধ্যমে বসে ভিন্ন বিষয় নিয়ে তর্ক থেকেও তাদের মধ্যে ছিন্ন হওয়ার ঘটনা ঘটে।
তাই ক্লেটনের মতে, এসব সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিদিন না বসে সপ্তাহে এক বা দুই বার বসলে সম্পর্কের জন্য তা স্বাস্থ্যকর হবে বলে মনে করি আমি। তা ছাড়া সঙ্গত কারণেই আমাদের এসব থেকে কিছুটা ব্যবধান রাখাই উত্তম। অন্যদিকে, যারা নিয়মিত ব্যবহারকারী নন, তাদের ক্ষেত্রে এমন সমস্যা দেখা দেয়নি।