বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » জনগণকে নয় সরকার ভয় পায় ভারতকে : নোমান

জনগণকে নয় সরকার ভয় পায় ভারতকে : নোমান 

noman20130315002947_14355

এইদেশ এইসময়, ঢাকা : বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেন, তিস্তা চুক্তি হওয়ার কথা থাকলেও তা হলো না। এ সরকার দেশের জনগণকে নয় ভারতকে ভয় পায়। যারা জনগণের ভোটে নির্বাচিত না হয়ে সরকার গঠন করেছে, আমরা এ সরকার মানি না। আমরা অচিরেই জনগণের সম্পৃক্ততায় নতুন নির্বাচন চাই।

বুধবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে যুব জাগপার মানববন্ধনে তিনি এ কথা বলেন।
দেশের বর্তমান অর্থনীতি ও প্রবৃদ্ধির খারাপ অবস্থা সম্পর্কে নোমান বলেন, হলমার্ক ও শেয়ার মার্কেটের অর্থ আত্মসাৎ করেছে সরকার।
এ অর্থ দেশের মেহনতি মানুষের। এ সরকার দেশের অর্থনীতি অবস্থাকে পঙ্গু বানিয়েছে।
সরকারের দমন পীড়ন সম্পর্কে নোমান বলেন, আমরা পাকিস্তানের শাসন শোষণ থেকে মুক্তি পেলেও বর্তমান সরকারের মন্ত্রী-এমপিদের হাত থেকে রক্ষা পাইনি।
মানববন্ধনে প্রধান আলোচক হিসাবে উপস্থিত আছেন জাগপার সভাপতি শফিউল আলম প্রধান।
সভাপতিত্ব করছেন নগর যুব জাগপার সহ-সভাপতি সাইদুল ইসলাম সাগর
উপস্থিত আছেন জাগপার সহ-সভাপতি মহিউদ্দিন বাবলু, যুব জাগপার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সিকদার প্রমুখ।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone