শাহ আমানত থেকে ৮০ লাখ টাকার স্বর্ণ উদ্ধার
জেলা প্রতিনিধি : চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে এক যাত্রীর জুতার ভেতর থেকে ৮০ লাখ টাকা মূল্যের স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ স্বর্ণ উদ্ধার করা হয়। এ ঘটনায় আজিজুল মনি মাহফুজ নামের ওই যাত্রীকে আটক করা হয়েছে।
শাহ আমানত বিমানবন্দরের কাস্টমস সহকারী কমিশনার মশিউর রহমান মণ্ডল জানান, দুবাই ফেরত (বিজি ০৪৬) একটি ফ্লাইটের যাত্রী আজিজুলের গতিবিধি সন্দেহ হলে তাকে তল্লাশি করা হয়। পরে তার জুতার ভেতর থেকে এক কেজি ৮৬৬ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত স্বর্ণের মূল্য ৮০ লাখ টাকা বলে জানান তিনি।
আজিজুল মনি মাহফুজের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়িতে বলে জানা গেছে।