ব্যবসা সফল নয়, তবে তুষ্ট দর্শক
বিনোদন ডেস্ক : সম্প্রতি মুক্তি পেয়েছে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত চলচ্চিত্র ‘দবির সাহেবের সংসার’। চলচ্চিত্রটি মুক্তির পরপরই প্রেক্ষাগৃহগুলোতে দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। দীর্ঘদিন পর কমেডি নির্ভর চলচ্চিত্র পেয়ে দর্শকরাও উপভোগ করছেন।
এমন কি, মুক্তির এক সপ্তাহ পরও দর্শক ধরে রেখেছে চলচ্চিত্রটি। কিন্তু চলচ্চিত্রটিকে ব্যবসায়িক ভাবে সফল বলতে নারাজ জাজ মাল্টিমিডিয়া কর্তৃপক্ষ। তারা বলছেন চলচ্চিত্রটি আহামরি ব্যবসা করতে পারেনি ঠিকই, তবে দর্শক সন্তুষ্ট। প্রেক্ষাগৃহগুলোতে খোঁজ নিয়ে জানা যায়, অনেকদিন পর এরকম একটা মজার এবং সম্পূর্ণ কমেডি নির্ভর চলচ্চিত্র পেয়ে উচ্ছ্বসিত দর্শক।
এদিকে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা শীষ মনোয়ার বলেন,‘আমরা ব্যবসায়িক দিক হিসেব করলেও সবার আগে চিন্তা করেছি দর্শকের রুচি পরিবর্তনের কথা। সেই চিন্তা থেকেই প্রথমবারের মতো কমেডি নির্ভর চলচ্চিত্র নির্মাণ করেছি। আমরা জানি এই সময়ে এমন একটি চলচ্চিত্র দর্শক লুফে নেবে। কিন্তু এতোটা ভালভাবে নেবে এটা কখনোই চিন্তা করিনি। দর্শকদের এমন উচ্ছ্বাসে আমরা সত্যিই আনন্দিত।’
এদিকে সময়ের আলোচিত জুটি বাপ্পি-মাহি অভিনীত প্রথম কমেডিধর্মী চলচ্চিত্র ‘দবির সাহেবের সংসার’। তাদের সঙ্গে যুক্ত হয়েছেন নবাগত নায়ক রোজ। এখানে তিনজনই অভিনয় করেছেন গৃহকর্মীর চরিত্রে। যা তাদের কাছে নিয়ে এসেছে নতুন এক অভিজ্ঞতা। চলচ্চিত্রটির নাম ভূমিকায় অভিনয় করেছেন আলীরাজ। তাকে কেন্দ্র করেই চলচ্চিত্রটির গল্প গড়ে উঠেছে।
অন্যদিকে চলচ্চিত্রটির পরিচালক জাকির হোসেন রাজু তার ক্যারিয়ারে প্রথমবারের মতো সম্পূর্ণ কমেডি নির্ভর চলচ্চিত্র নির্মাণ করেছেন।