আজ জাতীয় প্রেসক্লাবে নেওয়া হবে এবিএম মূসার মরদেহ
প্রধান প্রতিবেদক : বরেণ্য সাংবাদিক এ বি এম মূসার মরদেহ আজ বৃহস্পতিবার বেলা ১২টায় জাতীয় প্রেসক্লাবে নেওয়া হবে। সেখানে বেলা দেড়টা পর্যন্ত সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য রাখা হবে। বাদ জোহর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে তার এই চিরচেনা জাতীয় প্রেসক্লাবে। এরপর সেখান থেকে সড়ক পথে তার মরদেহ নিয়ে যাওয়া হবে গ্রামের বাড়ি ফেনীতে।
উল্লেখ্য, বুধবার দুপুরে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খ্যাতিমান সাংবাদিক এবিএম মূসা। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। এবিএম মূসার প্রথম নামাজে জানাজা বুধবার বাদ মাগরিব মোহাম্মদপুরের ইকবাল রোডের মাঠে অনুষ্ঠিত হয়েছে।
এই প্রবীণ সাংবাদিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাঁর মৃত্যুতে গভীর শোকাহত আমরা সবাই।
এবিএম মূসার জন্ম ১৯৩১ সালে ফেনীর ছাগলনাইয়া উপজেলার ধর্মপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। তিনি মাত্র ১৯ বছর বয়সে ১৯৫০ সালে দৈনিক ইনসাফের মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন।
একই বছরে তিনি ইংরেজি দৈনিক পাকিস্তান অবজারভারে যোগ দেন। ১৯৭১ সাল পর্যন্ত তিনি পাকিস্তান অবজারভারে রিপোর্টার, স্পোর্টস রিপোর্টার, বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৫২ সালে ভাষা আন্দোলনের সময় সরকার পাকিস্তান অবজারভার বন্ধ করে দিলে তিনি সংবাদে যোগ দেন।
একাত্তরের মুক্তিযুদ্ধের সময় বিবিসি, সানডে টাইমস প্রভৃতি পত্রিকার সংবাদদাতা হিসেবে রণাঙ্গন থেকে সংবাদ প্রেরণ করতেন এবিএম মূসা। স্বাধীনতার পর তিনি বিটিভির মহাব্যবস্থাপক, মর্নিং নিউজের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি দীর্ঘকাল ইংরেজী দৈনিক বাংলাদেশ অবজার্ভার-এর বার্তা সম্পাদক, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক ও বাংলাদেশ সংবাদ সংস্থার মহাব্যবস্থাপক ও প্রধান সম্পাদক-এর দায়িত্ব পালন করেছেন।