সাহস থাকলে দেশে আসুন জিয়াকে প্রথম রাষ্ট্রপতি দাবি না করে : হাছান মাহমুদ
এইদেশ এইসময়, ঢাকা : বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও সাবেক মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি দাবি না করে, দেশে এসে আপনার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ খন্ডন করুন।
তিনি আজ বৃহস্পতিবার দলের ধানমন্ডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
জিয়াকে দেশের প্রথম রাষ্ট্রপতি দাবির সমালোচনা করে তিনি বলেন, জিয়াউর রহমান জীবিত অবস্থায় কখনো নিজেকে প্রথম রাষ্ট্রপতি দাবি করেননি। নতুন করে বেগম জিয়া ও তারেক রহমান এ দাবি শুরু করেছেন।
বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, ইতিহাসে অবদান রাখার যাদের ক্ষমতা নেই তারাই ইতিহাস বিকৃতির অপচেষ্টা করছে।
তারেক রহমানের সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, ‘রাজনীতি করবেনা বলে মুচলেকা দিয়ে তিনি ( তারেক) চোরাই টাকা দিয়ে লন্ডনে বসে আমোদ করছেন।’
তারেক রহমানকে উদ্দেশ্য করে তিনি বলেন, সাহস থাকলে আপনার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ খন্ডন করুন। আদালতে আত্মসমর্পন করে নিজেকে নির্দোষ প্রমাণ করুন।
উল্লেখ্য, সম্প্রতি লন্ডনের দু’টি সমাবেশে তারেক রহমান জিয়াউর রহমানকে দেশের প্রথম রাষ্ট্রপতি দাবি করে বক্তব্য রাখেন।