নিখোঁজ বিমান হতে কেউ সংকেত পাঠাচ্ছে !
ডেস্ক রিপোর্ট : মালয়েশিয়ার নিখোঁজ বিমান হতে কেউ সংকেত পাঠাচ্ছে বলে জানিয়েছে অস্ট্রেলিয়া। আর এ সংকেত ‘কোনো মানুষ কর্তৃক’ পাঠানো বলেও জানায় দেশটি।
বৃহস্পতিবার অস্ট্রেলিয়া জানিয়েছে, সম্ভবত এ সংকেত নিখোঁজ মালয়েশিয়ান বিমান এমএইচ ৩৭০ হতে আসছে।
অস্ট্রেলিয়ান কর্তৃপক্ষ জানিয়েছে, একটি অস্ট্রেলিয়ান পি-৩ বিমান এবং একটি জাহাজ ভারত মহাসাগরের একই স্থান হতে এ সংকেতটি পেয়েছে। এ সপ্তাহের শুরুতেই এ সংকেত পাওয়া গেছে বলে জানিয়েছে অস্ট্রেলিয়ান কর্তৃপক্ষ। তাদের দাবি যদিও এটা গবেষণার বিষয় তার পরও মনে হচ্ছে কোনো মানুষই শব্দ তৈরি করে সংকেত পাঠাচ্ছে।
গত ৮ মার্চ ২৩৯ জন যাত্রী নিখোঁজ হয়েছিল মালয়েশিয়ান এয়ারলাইন্সের বিমান এমএইচ ৩৭০।
বিমানটির অনুসন্ধানে নিয়োজিত রয়েছে গোটা বিশ্ব। এভাবে একের পর এক সংকেত মিললেও বাস্তবে মিলছে না বিমানটির অনুসন্ধান। তবে এবার অনুসন্ধানকারীরা পূর্বের চেয়ে বেশি আশাবাদী।