পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন বঙ্গবন্ধু : কর্নেল অলি
এইদেশ এইসময়, ঢাকা : লেবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল অলি আহম্মেদ বলেছেন, বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান বাংলাদেশের নয় বরং তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন।
শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে গণতান্ত্রিক যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
কর্নেল অলি বলেন, বঙ্গুবন্ধু স্বাধীনতার ঘোষণা করেননি। তবে বঙ্গবন্ধু স্বাধীনতা যুদ্ধে জাতীকে যে ঐক্যবদ্ধ করেছেন তা অস্বীকার করা যাবে না।
তিনি আরো বলেন, সংসদে তোফায়েল আহম্মদের মতো সিনিয়র নেতারা স্বাধীনতার ঘোষককে নিয়ে যে সকল নসিহত দিচ্ছেন তা আমাদের শোনার দরকার নেই। কারণ আমরা স্বাধীনতা যুদ্ধে প্রত্যক্ষভাবে জড়িত ছিলাম। এসব ইতিহাস আমরা স্বচোখে দেখেছি।
অলি আহম্মেদ আরো বলেন, এ সরকারের আমলে আওয়ামী লীগের নেতাকর্মী ছাড়া সবাই নির্যাতিত। ৪০ হাজারেরও বেশি বিরোধী দলের নেতাকর্মী জেলাখানায়। এসব নেতাকর্মীরা নামাজ পড়ে আল্লার কাছে কান্নাকটি করে এ সরকারের পতন চাইছেন। আল্লাহ তাদের কথা শুনবেন।
জাতীয় গণতান্ত্রিক যুবদলের কেন্দ্রীয় সভাপতি তমিজুদ্দিন টিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইসমাইল হোসেন বেঙ্গল, যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, এলডিপির যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম প্রমুখ।