বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » জিয়া বঙ্গবন্ধুর সরকারের অধীনেই মুক্তিযুদ্ধ করেছে : তথ্যমন্ত্রী

জিয়া বঙ্গবন্ধুর সরকারের অধীনেই মুক্তিযুদ্ধ করেছে : তথ্যমন্ত্রী 

11-10-2012-hasanul-hoque-inu-bnb

নিজস্ব প্রতিবেদক : তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, মুক্তিযুদ্ধের ইমাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এক হাজার মুকাব্বরের মধ্যে জিয়াউর রহমান একজন মুকাব্বর মাত্র। জিয়াউর রহমান জানতেন যে, বঙ্গবন্ধুর নেতৃত্বেই যুদ্ধ হয়েছে এবং বঙ্গবন্ধুর রাষ্ট্রপতিত্বে গঠিত সরকারের অধীনেই তিনি একজন সেক্টর কমাণ্ডার হিসেবে মুক্তিযুদ্ধ করেছেন। আবার যুদ্ধ শেষে জিয়াউর রহমান বঙ্গবন্ধুর সরকারের অধীনে একজন সেনা কর্মকর্তা হিসেবে চাকুরি করেছেন।  কিন্তু বঙ্গবন্ধুর হত্যার পরে জিয়াউর রহমান বাংলাদেশের সংবিধান ও ইতিহাসের সঙ্গে মীরজাফরী করেন। জিয়াউর রহমান হলেন বাংলাদেশের ইতিহাসের চার নম্বর মীরজাফর ও বিশ্বাসঘাতক।

শুক্রবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার গোলাপনগরে হযরত সোলাইমান শাহ চিশতীর (র.) মাজার জিয়ারত ও বার্ষিক ওরস পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, এই মীরজাফরী ঢাকতে বেগম খালেদা জিয়া উন্মনা হয়ে গেছেন, উনি রাজনৈতিক শয়তানী শুরু করেছেন। তবে খালেদা জিয়া যত চেষ্টাই করুন, ১০ ট্রাক অস্ত্র মামলা, ২১ আগস্টের গ্রেনেড হামলা এবং দুর্নীতি মামলা থেকে নিজেকে রক্ষা করতে পারবেন না।

পরে তথ্যমন্ত্রী গোলাপনগরে সোলাইমান শাহ (রহঃ) চিশ্তির মাজার জিয়ারত করেন এবং তার ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে দরবার শরীফে চলা তিনদিন ব্যাপী ওরশ মোবারক পরিদর্শন করেন। এ সময় জেলা জাসদের সভাপতি গোলাম মহাসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন, অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রেজা, মিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজুম মুনিরাসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone