মুখ্যমন্ত্রীর পদ ছাড়া ভুল ছিল : কেজরিওয়াল
আন্তর্জাতিক ডেস্ক : মুখ্যমন্ত্রীর পদ ছাড়ার পর এই প্রথম নিজের ভুল বুঝতে পেরেছেন কেজরিওয়াল। দিল্লির দেড় মাসের সাবেক এ মুখ্যমন্ত্রী নিজের ভুলের কথা স্বীকার করেছেন ইকোনমিক টাইমস এর কাছে।
শুক্রবার অর্থনীতি বিষয়ক ভারতীয় পত্রিকাটিকে দেয়া সাক্ষাৎকারে কেজরিওয়াল বলেছেন, তিনি তাড়াহুড়ো করে মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দিয়ে ভুল করেছেন আর এটা জনগণের কাছে নেতিবাচক প্রভাব ফেলেছে। পাঞ্জাবের অমৃতসরে নির্বাচনী প্রচারণাও যাওয়ার পথে ইকোনমিক টাইমসকে সাক্ষাৎকারটি দিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল।
সাক্ষাৎকারে তিনি জানান, মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা নিয়ে তার কোনো আফসোস নেই। তবে এ নিয়ে জনগণের সঙ্গে এএপির এক ধরনের ভুল-বোঝাবুঝি তৈরি হয়েছে। কেন কেজরিওয়াল মুখ্যমন্ত্রীর পদ ছাড়লেন, তা জনগণকে আরও সময় নিয়ে বোঝানো প্রয়োজন ছিল।
দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত সঠিক না ভুল, জানতে চাইলে কেজরিওয়াল বলেন, মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে তার কোনো অনুতাপ নেই। তবে এ সিদ্ধান্ত নিয়ে জনগণের সঙ্গে এএপির ভুল-বোঝাবুঝির ক্ষেত্র তৈরি হয়েছে। তিনি বলেন, ‘আমরা মানুষকে বোঝাতে পারিনি যে আমরা কেন পদত্যাগ করেছি। আর সে সুযোগ নিয়ে বিজেপি ও কংগ্রেস তাদের বুঝিয়েছে, আমরা দায়িত্ব ছেড়ে পালিয়েছি।
আমাদের যেটা উচিত ছিল সেটা হলো, কিছুদিন অপেক্ষা করা। জনগণের সঙ্গে আলোচনা করে তাদের বোঝানো যে, নৈতিক কারণে আমরা পদত্যাগ করেছি। তাহলে এ ধরনের ভুল-বোঝাবুঝির সুযোগ হতো না। ভবিষ্যতে এ ব্যাপারে আমাদের আরও সতর্ক থাকতে হবে।’
আম আদমি পার্টি মধ্যবিত্তের সমর্থন হারিয়েছে বলে মনে করেন কি না, জানতে চাইলে কেজরিওয়াল বলেন, মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে এএপির সরে দাঁড়ানোর ঘটনায় দুই ধরনের মানুষ হতাশ। এক দল আছেন যারা মনে করতেন ওই ধরনের একটি পদে থেকে কাজ করলে আমরা অনেক বেশি ভোট পেতাম। আর একটি গোষ্ঠী আছে যারা কেজরিওয়ালকে মুখ্যমন্ত্রী হিসেবে ও নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী হিসেবে পেতে চেয়েছিলেন। কেজরিওয়াল সরে দাঁড়ানোতে তাদের অনেকেই রেগে যান। এ ধরনের সমর্থনকারীদের আর ফেরানোর সুযোগ নেই। তবে তারা সংখ্যায় কমই।