ভারতের ৪ রাজ্যের ৭ আসনে ভোটগ্রহণ চলছে
ডেস্ক রিপোর্ট : লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় চার রাজ্যের সাতটি আসনে ভোটগ্রহণ চলছে। রাজ্যগুলো হলো- আসাম, সিকিম, ত্রিপুরা এবং গোয়া।
এদিকে কার্বি-আংলং এবং ডিমা হাসাও নিয়ে তৈরি স্বায়ত্তশাসিত জেলায় বন্ধের ডাক দিয়েছে বিচ্ছিন্নতাবাদীরা।
ফলে যে কোনও রকমের সহিংসতা ঠেকাতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। ত্রিপুরা পূর্ব কেন্দ্রেও চলছে ভোটগ্রহণ। এই কেন্দ্রে সিপিআইএম প্রার্থী জীতেন্দ্র চৌধুরী।
এই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ১১ লক্ষ ৪৮ হাজার ৭৬৫। সিকিমের একমাত্র লোকসভা কেন্দ্রের পাশাপাশি সিকিম বিধানসভার ৩২টি আসনেও চলছে ভোটদানপর্ব। গোয়ায় দুটি লোকসভা কেন্দ্র উত্তর গোয়া এবং দক্ষিণ গোয়াতেও ভোটগ্রহণ চলছে। দক্ষিণ গোয়া আসনে তৃণমূলের টিকিটে লড়ছেন সাবেক মুখ্যমন্ত্রী চার্চিল আলেমায়ো।