সরকারের ওপর মনমোহন সিংয়ের কোনো নিয়ন্ত্রণ নেই
ডেস্ক রিপোর্ট : ভারতে কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ জোট সরকারের ওপর প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রায় কোন নিয়ন্ত্রণ নেই বলে দাবি করেছেন দেশটির সাবেক কয়লা সচিব পিসি প্রকাশ। ‘ক্রুসেডর অর কন্সপিরেটর? কোলগেট অ্যান্ড আদার ট্রুথস’ নামের একটি বইয়ে এ দাবি করেছেন।
পিসি প্রকাশ তার বইয়ে আরো বলেছেন, কয়লা এবং টুজি মোবাইল ফোন কেলেঙ্কারির কারণে ভারতের এককালে ‘ক্লিন ম্যা’ন হিসেবে পরিচিত প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর আগে ‘দ্য অ্যাকসিডেন্টাল প্রাইম মিনিস্টার’ নামের বইতে প্রধানমন্ত্রীর সাবেক মিডিয়া উপদেষ্টা মনমোহন সিংকে নিয়ে নানা কথা তুলে ধরেছিলেন। সে বই নিয়ে সৃষ্ট বিতর্কের জের ফুরাবার আগেই নতুন করে আবার মনমোহন প্রসঙ্গে একই কথার অবতারণা হলো। বারু তার বইয়ে লিখেছেন, প্রধানমন্ত্রী মনমোহন সিং একজন দুর্বল ব্যক্তি এবং তিনি নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারেন না। তাকে সব কিছুই অনুমোদন করিয়ে আনতে হয় কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর কাছ থেকে।
এ বই প্রকাশের পর ভারতের প্রধান বিরোধী দল বিজেপি নেতা অরুণ জেটলি বলেছেন, এতদিন মানুষ সন্দেহ করত, মনমোহন দুর্বল প্রধানমন্ত্রী। দেখা যাচ্ছে, বাস্তবে তিনি তাই; এতে ভারতের প্রধানমন্ত্রী পদের সম্মান ক্ষুণ্ণ হয়েছে।