বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
এইদেশ এইসময়, ঢাকা : ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে দলীয় নেতাকর্মীদের নিয়ে আওয়ামী লীগ সভানেত্রী হিসেবেও ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।
আজ বৃহস্পতিবার সকাল সাতটার দিকে প্রথমে প্রধানমন্ত্রী এবং পরে দলীয় প্রধান হিসেবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা।
এ সময় আওয়ামী লীগে নেতা সৈয়দা সাজেদা চৌধুরী, মতিয়া চৌধুরী, তোফায়েল আহমেদ, শেখ সেলিম, আবদুল লতিফ সিদ্দিকী, ওবায়দুল কাদের প্রমূখ উপস্থিত ছিলেন।
পরে সৈয়দা সাজেদা চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘জিয়াউর রহমান কীভাবে প্রথম রাষ্ট্রপতি হয়? বিএনপি তখনও সৃষ্টি হয়নি। জিয়াউর রহমান এই সরকারকে (মুজিবনগর সরকার) গার্ড অব অনার করেছেন। তারা ইতিহাস বিকৃতি করেছে।
আওয়ামী লীগের সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরাও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন।
বনানী কবরস্থানে জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। একইভাবে রাজশাহীতে এএইচএম কামরুজ্জামানের সমাধিতেও শ্রদ্ধা নিবেদন করেছেন নেতা-কর্মীরা।