চট্টগ্রাম রেলস্টেশনে তেলবাহী ওয়াগনের বগি লাইনচ্যুত
জেলা প্রতিনিধি : চট্টগ্রাম রেলস্টেশনের এক নম্বর প্লাটফর্মে আজ শুক্রবার সকাল ৯টার দিকে দোহাজারী বিদ্যুৎ স্টেশনের তেলবাহী ওয়াগনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ওয়াগানটি একপাশে নিয়ে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে বলে চট্টগ্রাম রেল কন্ট্রোল রুম সূত্র নিশ্চিত করেন। এতে ওয়াগনের একটি বগি সামান্য ক্ষতিগ্রস্ত হলেও ট্রেন চলাচলে তেমন কোন সমস্যা হচ্ছে না বলে জানান কন্ট্রোল রুম।
ট্রেন দুর্ঘটনার কথা স্বীকার করে চট্টগ্রাম রেল ষ্টেশন ম্যানেজার শামসুল আলম বলেন, স্টেশনের ১ নম্বর প্লাটফর্মে দোহাজারী বিদ্যুৎ স্টেশনের তেলের ওয়াগনটি এক পাশে নেয়ার সময় ব্রেক বেন (গার্ডদের বহনকারী বগি) লাইনচ্যুত হয়। এতে ওই বগি ও লাইনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে ট্রেন চলাচলে কোন সমস্যা হচ্ছে না।