আইটিইইর সনদ পেলেন ২৫ বাংলাদেশি
ডেস্ক রিপোর্ট : অচিরেই বাংলাদেশ থেকে তথ্য প্রযুক্তিজ্ঞান সম্পন্ন দক্ষ মানবসম্পদ রপ্তানি সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ডাক, টেলিযোগাযোগ, তথ্য ও প্রযুক্তিমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দীকি।
তিনি বলেন, আন্তর্জাতিক চাকরির বাজারে তথ্যপ্রযুক্তি পেশাজীবীদের দক্ষতা পরিমাপে ইনফরমেশন টেকনোলজী ইঞ্জিনিয়ার্স এক্সামিনেশন-আইটিইই পরীক্ষাও সহায়ক ভূমিকা রাখবে।
আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল মিলনায়তনে আইটিইই পরীক্ষায় কৃতকার্য ২৫ জন বাংলাদেশিকে সনদ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) সহযোগিতায় বিডি-আইটেক আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিডি-আইটেকের প্রকল্প পরিচালক ড. শেখ আমজাদ হোসেন, আইসিটি সচিব নজরুল ইসলাম খান, ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত শিরো সাদোসিমা, জাইকার বাংলাদেশ অফিসের প্রধান প্রতিনিধি মিকিও হাতেয়োদা, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক এস এম আশফাক হোসেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক মো. আতকার হোসেন ও প্রকল্প পরিচালক ড. শেখ আমজাদ হোসেন প্রমুখ।
উল্লেখ্য, আগামী ২৭ এপ্রিল অনুষ্ঠিতব্য দ্বিতীয় আইটিইই পরীক্ষা বুয়েটের পাশাপাশি একসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।