অপহৃত দুই সংগীত শিল্পী ৪ দিন পর উদ্ধার
নিজস্ব প্রতিবেদক : পার্বত্য চট্টগ্রামের জনপ্রিয় সংগীত শিল্পী সৌরভ চাকমা (টিনটিন) ও তার বন্ধু নবজিৎ চাকমাকে (রিকি) একটি পাহাড়ি সশস্ত্র গ্রুপ গত সোমবার অপহরণ করে।
এর চারদিন পর শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে তারা মুক্তি পেয়েছেন।
সৌরভ চাকমা ব্রিগেডিয়ার জেনালের তুষার চাকমার জামাতা ও রাঙ্গামাটি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক প্রধান প্রকৌশলী সুজিত চাকমার ছেলে।
এ ঘটনায় এখন পর্যন্ত গাড়ি চালক উদয়ন চাকমাসহ তিনজনকে আটক করা হয়েছে।
পাহাড়ের একাধিক স্থানীয় সূত্রে জানায়, সন্ত্রাসীদের পক্ষ থেকে তাদের মুক্তিপণ হিসেবে দুই লাখ মার্কিন ডলার দাবি করা হয়েছিল। তবে মুক্তিপণ দিয়ে তারা মুক্তি পেয়েছেন কিনা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
উল্লেখ্য, গত ১৪ এপ্রিল চাকমাদের সামাজিক উৎসব বিজু’তে যোগদান শেষে খাগড়াছড়ি শ্বশুরালয় থেকে রাঙ্গামাটি নিজ বাড়িতে ফিরছিলেন টিনটিন ও তার বন্ধু রিকি।
পথে রাঙ্গামাটির নানিয়ারচর থানার মহালছড়ির দুর্গম দক্ষিণ কেংড়াছড়ির হেডম্যান পাড়া নামক এলাকা থেকে গাড়ির গতিরোধ করে ছয় থেকে সাত জনের একদল অস্ত্রধারী উপজাতী যুবক তাদের অপহরণ করে।