বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » ২৫০ মিলিয়নে বিক্রি হচ্ছেন মেসি

২৫০ মিলিয়নে বিক্রি হচ্ছেন মেসি 

mesi ai

স্পোর্টস ডেস্ক : একটা সময় তার গায়ে লেখা ছিল- ‘তিনি বিক্রির জন্য নন’। ক্লাবের ইতিহাস ও ঐতিহ্যের সমার্থকও ভাবা হতো তাকে। কিন্তু মাত্র তিনটা ম্যাচ সব দৃশ্যপট বদলে দিয়েছে। তাই স্পেনের আকাশে-বাতাসে জোর গুঞ্জন- এই মৌসুম শেষেই নাকি লিওনেল মেসিকে ক্যাম্প ন্যু থেকে বিক্রি করে দিচ্ছে বার্সেলোনা।

যদিও খবরটা পাকা নয়। কিন্তু অবিশ্বাস্যভাবে বার্সেলোনার টিম ম্যানেজম্যান্টের নিশ্চুপ থাকা বিষয়টিতে জ্বালানি জোগাচ্ছে। এই অবস্থায় মেসির সঙ্গে তার ক্লাবের বেতন সংক্রান্ত মতের অমিল কিংবা চুক্তি নবায়ন না হওয়া সংক্রান্ত ঝামেলা বিষয়টিকে আরো উসকে দিচ্ছে। দুইয়ে দুইয়ে চার মিলিয়ে শংসয়বাদীরা বলছেন মেসিকে আসন্ন দলবদলের বাজারে বিক্রি করছে নু ক্যাম্পের স্বত্তাধীকারীরা। আর বাকি বিষয়টা তো ভবিষ্যতেরই গর্ভে।

আসলে এই ঘটনার সূতপাত্র মেসির সাম্প্রতিক ফর্মহীনতায়। ছয় বছর বাদে এই মৌসুমে চ্যাম্পিয়নস লিগের শেষ আট থেকেই বিদায় নিতে হয়েছে বার্সাকে। অন্যদিকে কোপা ডেল রের ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষেও হার মানে তারা। হাতছাড়া করে গুরুত্বপূর্ণ একটি ট্রফি। তাছাড়া স্প্যানিশ লা লিগায় শিরোপাও হাতছাড়া হওয়ার জোর সম্ভাবনা কাতালন ক্লাবটির। যার দায় চাপানো হচ্ছে মেসির কাধে।

তাই ক্লাব ইতিহাসে সবচেয়ে বড় ব্যবসা করে আর্জেন্টাইন ফুটবল যাদুকরকে রেকর্ড ২৫০ মিলিয়নে পাউন্ডে বিক্রির কথা ভাবতে পারে বার্সা। ইংল্যান্ডের পত্রিকা মেট্রো এক প্রতিবেদনে এমনটি উল্লেখ করেছে। তবে এক্ষেত্রে প্রধান সমস্যা হলো বার্সার ওপর খেলোয়াড় কেনায় নিষেধাজ্ঞা। যেহেতু স্প্যানিশ ক্লাবটি দুই বছর নতুন কোনো ফুটবলার কিনতে পারবে না তাই ম্যানসিটি কিংবা ফরাসি ‘মানিব্যাগ’ প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) নিকট মেসিকে বিক্রি করবে কিনা তা নিয়ে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। কারণ তখন মান সম্পন্ন স্ট্রাইকার সংকটে ভুগবে বুলাগ্রানা খ্যাত ক্লাবটি। সূত্র: দ্য মেট্রো।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone