আজ মেহজাবিনের জন্মদিন
বিনোদন ডেস্ক : মডেল ও অভিনেত্রী লাক্স সুপারস্টার মেহজাবিনের জন্মদিন আজ। গত বছরের এ দিনে মেহজাবিন তার বাবাকে কাছে পাননি। তাই এবার বাবার কাছে তিনি বায়না ধরেছেন দিনটিতে যেন তার বাবা তার পাশে থেকে দোয়া করেন। তাই শুক্রবার রাতেই দুবাই থেকে মেহজাবিনের বাবা মহিউদ্দিন চৌধুরী ঢাকায় এসেছেন। বাবাকে নিয়ে এবারের জন্মদিনটি উদযাপন করবেন বিধায় মেহজাবিন আজ কোনো শুটিং রাখেননি। এমনকি কোনো টেলিভিশনে লাইভ অনুষ্ঠানেও অংশ নিচ্ছেন না।
মেহজাবিন বলেন, আব্বুকে নিয়েই এবারের জন্মদিনটি বিশেষভাবে পালন করব। সেই সঙ্গে আমার ছোট দুই ভাই রাজ-আলিশান, ছোট দুই বোন কায়নাত-মোকাদ্দেস ও আম্মুকে নিয়েই সময় কাটাব। গত বছর ঈদে আব্বু আমাদের সঙ্গে ঈদ করেন। বেশ কয়েক মাস পর আবারো আব্বুকে কাছে পেয়ে ভীষণ ভালো লাগছে।