কণ্ঠশিল্পী বশির আর নেই
এইদেশ এইসময়, ঢাকা : বিশিষ্ট কণ্ঠশিল্পী বশির আহমেদ আর নেই (ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
শনিবার রাত পৌনে ১১টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের জহুরী মহল্লায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি দুই সন্তান হুমায়রা বশির ও রাজা বশিরসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
কিংবদন্তি এ শিল্পীর যে গানগুলো মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিন সেগুলো হল: ‘সজনী গো ভালবেসে এত জ্বালা’, ‘আয়নাতে ঐ মুখ দেখবে যখন’, ‘কত আশা ছিল মনে’, ‘আমাকে পোড়াতে যদি এতো লাগে ভালো’র মতো কালজয়ী গান।
রোববার সকাল ১০টায় জহুরী মহল্লার মসজিদে তার জানাযা অনুষ্ঠিত হবে।