বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » অনলাইন গণমাধ্যম নীতিমালা প্রণয়ন করতে যাচ্ছে সরকার

অনলাইন গণমাধ্যম নীতিমালা প্রণয়ন করতে যাচ্ছে সরকার 

অনলাইন-গণমাধ্যম

প্রধান প্রতিবেদক : সারাদেশে অনলাইন গণমাধ্যম নীতিমালা প্রণয়ন করতে যাচ্ছে সরকার। নীতিমালায় লাইসেন্স করতে ৫ লাখ টাকা এবং এককালীন ২ লাখ টাকা জামানতের বিধান রাখা হয়েছে।

স্টেকহোল্ডারদের সাথে পরামর্শ করে আইসিটি বিশেষজ্ঞ মুস্তফা জব্বারের নেতৃত্বে তথ্য মন্ত্রণালয়ের একটি উপ-কমিটি এ সংক্রান্ত একটি খসড়া তৈরি করে সম্প্রতি মন্ত্রণালয়ে জমা দিয়েছেন।

নীতিমালায় বলা হয়েছে- লাইসেন্সধারী অনলাইন অপারেটররা তাদের মোট কনটেন্টের ২০ শতাংশ বিজ্ঞাপন প্রকাশ করতে পারবেন এবং বিজ্ঞাপন থেকে উপার্জিত অনলাইন গণমাধ্যমটাকার ২ শতাংশ রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে।

খসড়াটি বর্তমানে তথ্য সচিবের নেতৃত্বে আন্তঃমন্ত্রণালয়ের একটি কমিটিতে পরীক্ষা-নিরীক্ষা করা হবে। তারপর সাধারন জনগণ, ওয়েবসাইট মালিক ও স্টেকহোল্ডারদের মতামত জানতে তা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

ক্যাবিনেট এবং প্রধানমন্ত্রীর অনুমোদন পেলেই খসড়াটি চূড়ান্ত হবে। যুগ্ম তথ্যসচিব মতিউর রহমান খান ও আব্দুল হোসাইনের মতে, এই আইনের মাধ্যমে সরকার সুষ্ঠুভাবে অনলাইন মিডিয়াগুলোকে পরিচালনা করতে পারবে। খসড়াটি এখনো চিন্তাভাবনার মাঝে আছে এবং স্টেকহোল্ডারদের মতামত ছাড়া চূড়ান্ত করা হবে না বলে তাঁরা নিশ্চিত করেন।

বাংলাদেশে হোস্টিং সার্ভার করা এবং একটি কনটেন্ট প্রকাশের পর অন্তত ৯০ দিন সার্ভারে রাখা বাধ্যতামূলক করা হয়েছে খসড়ায়। এছাড়া দেশি বা বিদেশি কোনো অনলাইন পোর্টালের সাথে দেশি কোনো পোর্টালের সংযোগ থাকাও নিষিদ্ধ করা হয়েছে এ খসড়ায়।

তথ্য সচিবের নেতৃত্বে ১৩ সদস্যের একটি জাতীয় রেগুলেটরি কমিটি এবং একই মন্ত্রণালয়ের যুগ্মসচিবের (ব্রডকাস্টিং) নেতৃত্বে একটি মনিটরিং কমিটি সম্পূর্ণ ব্যাপারটি পর্যেবেক্ষণের দায়িত্বে থাকবেন। যেকোনো ধরণের অনিয়ম ও আইন লঙ্ঘনের ব্যাপারে এই কমিটি দু’টি পর্যবেক্ষণ করবে।

খসড়াটি অনুমোদন পেলে বাংলাদেশে যেকোনো অনলাইন সংবাদ মাধ্যম বা পোর্টালকে পরিচালনার জন্য সরকারের কাছ থেকে লাইসেন্স পেতে হবে।

খসড়ায় লাইসেন্স আবেদনের যোগ্যতায় বলা হয়েছে, কোনো প্রতিষ্ঠান বা তার মালিক অথবা নেতৃত্বদানকারী ব্যক্তি ঋণ খেলাপী বা কোনো অপরাধ মামলায় অভিযুক্ত বা অপরাধী হলে, তারা আবেদন করতে পারবে না। লাইসেন্সধারীদেরকে অবশ্যই বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি পেতে হবে সংবাদসংস্থা, সংবাদপত্রের ওয়েবসাইট বা ব্যক্তিগত ওয়েবসাইট পরিচালনা করতে।

খসড়ায় দেশের আইনবিরোধী, স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিরোধী, জাতীয় নিরাপত্তা বিরোধী, মুক্তিযুদ্ধের চেতনা এবং আদর্শ বিরোধী, রাষ্ট্রীয় আদর্শ ও নীতিমালা বিরোধী, হিংসাত্মক ও বিদ্বেষপরায়ণ সংবাদ পরিবেশন, সাম্প্রদায়িক সংবেদনশীলতায় উস্কানিমূলক এবং অশ্লীল কোনোকিছু পরিবেশন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone