আজ শ্রমিক দলের কাউন্সিল
কাজী আমিনুল হাসান, ঢাকা : আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে শ্রমিক দলের সপ্তম কাউন্সিল। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ কাউন্সিল অনুষ্ঠিত হবে। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজক কমিটি। এর আগে গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে সম্মেলন।
রোববারের এই কাউন্সিলে সারাদেশ থেকে আসা ১ হাজার ৬৫০ জন কাউন্সিলের মতামতের ভিত্তিতে শ্রমিক দলের নতুন নেতৃত্ব নির্ধারণ করা হবে।
এদিকে কাউন্সিল উপলক্ষে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানকে প্রধান করে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। কমিশনের অন্য সদস্যরা হচ্ছেন- শ্রমিক দলের উপদেষ্টা কাজী আব্দুল হালিম এবং সাবেক নেতা মিজানুর রহমান চৌধুরী।
জানা যায়, নজরুল ইসলাম খান ১৯৭৯ সাল থেকে শ্রমিক দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। আর সভাপতির দায়িত্ব পালন করেন ২০০৩ সাল থেকে। পরে ২০১১ সালের ৪ জুন শ্রমিক দলের সর্বশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয়। ওই কাউন্সিলে নজরুল ইসলাম খানকে স্বপদে রেখে জাফরুল হাসানকে সাধারণ সম্পাদক করা হয়।
এদিকে দীর্ঘ দিন থেকে দায়িত্ব পালন করা নজরুল ইসলাম খান আর নেতৃত্বে থাকছেন না- এমন ঘোষণা দেয়ায় নিশ্চিত করেই বলা যায় নতুন নেতৃত্ব পেতে যাচ্ছে শ্রমিক দল।