শ্লীলতাহানির শিকার আমিশা প্যাটেল
বিনোদন ডেস্ক : এবার শ্লীলতাহানির শিকার হলেন বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল। কয়েক দিন আগে উত্তর প্রদেশের গোরখপুরে একটি গয়না বিপণির উদ্বোধন করতে গিয়ে এ ঘটনার শিকার হন তিনি। কিন্তু ঘটনাটি এতো দিন জানাজানি হয়নি। শনিবার ইউটিউবে ঘটনার একটি ভিডিও আপলোড করা হলে বিষয়টি জানাজানি হয়।
আমিশার ঘনিষ্ঠ সূত্র মতে, ওই দিন আমিশার আসার খবর শুনে বিপণীর বাইরে লোক জমায়েত হতে শুরু করে।
আমিশা এলে তাকে ঘিরে ধরে জনতা। জনতার ভিড়ে প্রথমে তিনি গাড়ি থেকে নামতে পারছিলেন না। পরে নিরাপত্তারক্ষীদের সাহায্য নিয়ে গাড়ি থেকে নেমে বিপণীর দিকে এগোতে থাকেন তিনি। এ সময় জনতা যেন হুমড়ি খেয়ে পড়ছিল তার উপর। এই সুযোগেই তার শ্লীলতাহানি করে এক যুবক। এ ঘটনায় অস্বস্তিতে পড়লে দ্রুত নিজেকে সামলে নেন আমিশা। তাৎক্ষণিকভাবে অভিযুক্তকে চিহ্নিত করেন তিনি। অভিযুক্তের হাত ধরে টানও দেন। চিহ্নিত যুবক ভিড়ের মধ্যে মিলিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ভিড় ঠেলে আমিশা তাকে চড়ও মারেন।