জাকার্তায় ধর্ষিত হল ৫ বছরের স্কুলছাত্র
ইন্টারন্যাশনাল ডেস্ক : জাকার্তার এক স্বনামধন্য স্কুলের পাঁচ বছর বয়সী এক ছাত্রকে ধর্ষণ করেছে স্কুলেরই দুই পরিচ্ছন্ন কর্মী। এ ঘটনায় দেশজুড়ে শুরু হয়েছে তোলপাড়।
স্কুল চলাকালে বাথরুমে যাওয়ার পর শিশুটি ধর্ষণের শিকার হয়। এ সময় দুই পরিচ্ছন্ন কর্মী তার ওপর চড়াও হয় এবং তাকে বাথরুমে আটকে রেখে ধর্ষণ করে।
এ ঘটনায় অভিযুক্তদের পুলিশ আটক করেছে। চলতি বছরের ফেব্রুয়ারি এবং মার্চের মধ্যবর্তী সময়ে ওই অমানবিক ঘটনাটি ঘটেছিল বলে সিডনি মর্নিং হেরাল্ড পত্রিকায় জানান হয়েছে। ধর্ষিত ওই স্কুলছাত্রের বাবা ডাচ নাগরিক এবং মা ইন্দোনেশীয়। ওই ছাত্রের ওপর অমানবিক ঘটনার পর স্কুল কর্তৃপক্ষ নিজেদের সুনামের কথা ভেবে বিষয়টি ধামাচাপা দিতে চেয়েছিলেন। কিন্তু তার মা কিছুতেই আপোষ করতে চাননি। তিনি সরাসরি পুলিশের কাছে যান এবং সাংবাদিকদের বিষয়টি জানান। ঘটনা ফাঁস হওয়ার পর গোটা দেশে তোলপাড় শুরু হয়েছে।
জাকার্তার পুলিশ কর্মকর্তারা বলছেন, তারা এ ঘটনায় আরো দুই পুরুষ এবং এক নারীকে জিজ্ঞাসাবাদ করছেন।
তাদের পারিবারিক আইনজীব আনদি আসরুন এই ধর্ষণের জন্য সরাসরি স্কুল কর্তৃপক্ষের প্রতি আঙ্গুল তুলেছেন। তিনি বলেন, স্কুল কর্তৃপক্ষের অবহেলার কারণেই এরকম ঘটনা ঘটেছে। একটা ছেলে এত সময় ধরে ক্লাসে অনুপস্থিত, অথচ বিষয়টি শ্রেণী শিক্ষকের নজরে পড়ল না। ক্লাসে ফেরার পর ছেলেটি যে স্বাভাবিক অবস্থায় নেই এটি অন্তত টিচারের খেয়াল করা প্রয়োজন ছিল।
এদিকে জাকার্তা ইন্টারন্যাশনাল স্কুল কর্তৃপক্ষ বলছে, এ ঘটনার পর তারা নিরাপত্তা ব্যবস্তা আরো জোরদার করেছে এবং বেশ কিছু কর্মচারীকে রদবদল করেছে। এছাড়া কর্মচারীদের স্কুলে ঢোকার বিষয়েও কড়াকড়ি আরোপ করা হয়েছে।
এদিকে এ ঘটনার পর জাকার্তার শিক্ষা দপ্তর স্থানীয় স্কুলগুলোতে নিরাপত্তা ব্যবস্থা আরো উন্নত করার নির্দেশ দিয়েছে।