ভারপ্রাপ্ত চিফ প্রসিকিউটর সৈয়দ হায়দার
এইদেশ এইসময়, ঢাকা : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত চিফ প্রসিকিউটর হিসেবে এডভোকেট সৈয়দ হায়দার আলীকে নিয়োগ দিয়েছে সরকার।
রোববার বিকেলে এক প্রজ্ঞাপনের মাধ্যমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এ নিয়োগ দিয়েছে। মন্ত্রণালয় সিনিয়র সহকারী সচিব মো. শাহীন উদ্দিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনটিতে একই সঙ্গে এডভোকেট গোলাম আরিফ টিপুকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাওয়ার জন্য ছুটি মঞ্জুর করার কথা জানানো হয়।
চিফ প্রসিকিউটর এডভোকেট গোলাম আরিফ টিপু চিকিৎসার জন্য বর্তমানে সিঙ্গাপুরে রয়েছেন। গত ১৩ এপ্রিল থেকে তিনি এক মাসের ছুটি নিয়ে সিঙ্গাপুরে যান। তিনি সুস্থ হয়ে ফিরে না আসা পর্যন্ত সৈয়দ হায়দার আলীকে ভারপ্রাপ্ত চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করবেন।